বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য

ক্রীড়া ডেস্ক

এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য

এশিয়ান গেমসে একক আধিপত্য বিস্তার করেছে চীন। তিন দিনেই ৫৩টি সোনার পদকসহ মোট ৯৪টি পদক জয় করেছে চীনা দল। দুই নম্বরে আছে দক্ষিণ কোরিয়া। তারা ১৪টি সোনার পদকসহ মোট ৪৯টি পদক জয় করেছে। ৮টি সোনার পদকসহ মোট ৪৬টি পদক জিতে তিন নম্বরে অবস্থান করছে জাপান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে সফল ভারত। তারা ৩টি সোনার পদকসহ মোট ১২টি পদক জয় করেছে। চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের গেমস। এই আসরে বাংলাদেশ মেয়েদের ক্রিকেটে ব্রোঞ্জ জয় করেছে। এখনো পর্যন্ত এটাই বাংলাদেশের একমাত্র পদক। বক্সিংয়ের অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণিতে প্রিলিমিনারি রাউন্ডের খেলায় বাংলাদেশের সেলিম হোসেন গতকাল শ্রীলঙ্কার রুকমাল প্রসন্নকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে আগামী ৩০ সেপ্টেম্বর তিনি লাওস অথবা তাজিকিস্তানের প্রতিপক্ষের মুখোমুখি হবেন।

সর্বশেষ খবর