বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইএফএ শিল্ড খেলতে কিংসের শর্ত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে আইএফএ শিল্ডে অংশ নিয়েছিল ঢাকা আবাহনী। ভারতীয় প্রাচীনতম এ ফুটবলে মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডিও খেলেছিল। দুদলই ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার খেলবে পেশাদার লিগে টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আইএফএ আনুষ্ঠানিকভাবে কিংসকে আমন্ত্রণ জানিয়েছে। ফেডারেশন কাপ ঢাকা-মোহামেডানও আমন্ত্রণপত্র পেয়েছে। জানুয়ারি মাসে এ টুর্নামেন্ট হওয়ার কথা। টুর্নামেন্ট কমিটি চাচ্ছে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আইএফএ শিল্ড আয়োজন করুক। ঢাকায় এসেছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অনির্বাণ দত্ত। তিনি বসুন্ধরা কিংস অ্যারিনা পরিদর্শন করেন। যৌথ আয়োজন হলে কিংস অ্যারিনাতেই আইএফএ শিল্ড অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিংস অ্যারিনায় আয়োজনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তারা আনুষ্ঠানিক প্রস্তাব দিলেই আলোচনা হবে।’ তিনি বলেন, ‘আমরা আমন্ত্রণ পেলেও শর্ত দিয়েছি টুর্নামেন্টে অবশ্যই ভারতের জনপ্রিয় তিন ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডানকে খেলতে হবে।’ মৌখিকভাবে এ শর্ত দেওয়া হলেও খুব শিগগিরই টুর্নামেন্ট কমিটিকে এ ব্যাপারে চিঠি দেবে কিংস ম্যানেজমেন্ট।

সর্বশেষ খবর