বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জয়ে এশিয়ান গেমস শেষ করতে চান সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

জয়ে এশিয়ান গেমস শেষ করতে চান সাবিনারা

এশিয়ান গেমস ইতিহাসে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ নারী দল। গ্রুপের টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে আশাও শেষ হয়ে গেছে। প্রথম ম্যাচে জাপান ০-৮, পরের ম্যাচে ভিয়েতনামের কাছে ২-৬ গোলে হেরে যায় সাবিনারা। আজ গ্রুপের শেষ ম্যাচ। সাবিনারা যদিও ম্যাচ জিতে যান কোনো লাভ হবে না। টিকে থাকার আশা আগেই শেষ হয়ে গেছে। তবুও আজকের ম্যাচ বাংলাদেশের কাছে অনেকটা ফাইনালের মতোই। সত্যি বলতে কী, এশিয়ান গেমসে অভিষেকের আসরে সাবিনাদের লক্ষ্য ছিল এক ম্যাচ জয়। সেই ম্যাচ আজই। প্রতিপক্ষ নেপাল বলেই জেতার জন্য মরিয়া হয়ে লড়বে তারা।

গত বছর কাঠমান্ডুতে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো সিনিয়ার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। সেই থেকে দুই দেশের লড়াই মানে উত্তেজনা। চলতি বছর দুই দেশ প্রীতি ম্যাচ খেলে। প্রথমটি ড্র, দ্বিতীয় ম্যাচে ট্রাইব্রেকারে জিতে সিরিজ নিজেদের করে নেয় নেপাল। নকআউট পর্বে খেলা হচ্ছে না। সাবিনাদের লক্ষ্য এক জয় নিয়েই দেশে ফেরা। তা তারা পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ খবর