শিরোনাম
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তামিম টিমম্যান কি না, প্রশ্ন তুললেন সাকিব

‘দলের প্রয়োজনে যে কারও যে কোনো জায়গায় খেলা উচিত। টিম ফার্স্ট। ১০০-২০০ করে দল হারল, কিছু যায় আসে না। ব্যক্তিগত অর্জন দিয়ে কী করবেন আপনি আসলে?’

ক্রীড়া প্রতিবেদক

তামিম টিমম্যান কি না, প্রশ্ন তুললেন সাকিব

পিঠের ব্যথা কাটিয়ে পুরোপুরি স্বস্তিতে ফেরেননি। তারপরও ম্যাচ খেলেছেন। কিন্তু ফিট নন শতভাগ। সে জন্য বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তামিম ইকবালের। বাঁ-হাতি ওপেনার বাদ পড়ার পর থেকে কালো মেঘের ছায়ায় ঢাকা পড়েছে দেশের ক্রিকেটাঙ্গন। তৈরি হয়েছে গুমট পরিবেশের। শুরু হয়েছে বাগযুদ্ধ। নির্বাচক প্যানেল সাবেক অধিনায়ককে বাদ দেওয়ার কারণ জানান। ২৪ ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম পাল্টা উত্তর দেন। সাবেক অধিনায়ক অভিযোগ করেন, বোর্ডের এক প্রভাবশালী কর্মকর্তা তাকে মিডল অর্ডারে ব্যাটিংয়ের প্রস্তাব দেন। তার এমন অভিযোগে তোলপাড় দেশ। সেদিন রাতে টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে তামিমের অভিযোগগুলোর জবাব দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দেশসেরা ক্রিকেটার ও টাইগার অধিনায়ক তীব্রভাবে সমালোচনা করেন এক সময়কার সতীর্থের। শুধু তাই নয়, স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন তামিমের টিমম্যানশিপ নিয়ে, ‘দলের প্রয়োজনে যে কারও যে কোনো জায়গায় খেলা উচিত। টিম ফার্স্ট। ১০০-২০০ করে দল হারল, কিছু যায় আসে না। ব্যক্তিগত অর্জন দিয়ে কী করবেন আপনি আসলে? আপনি শুধু নিজের নাম কামাবেন? তাহলে কী? ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য টিম, ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য টিম অ্যাট অল... মানুষ এ পয়েন্টগুলাই বোঝে না। যখন দেখলেন প্রস্তাব দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? হয়তো দলের ভালো হবে। অবশ্যই আলোচনা আছে যে না আমি পারব, আমি নিজের সেরাটা দেব। তাহলে আপনি টিমম্যান। না হলে আপনি টিমম্যান না। নিজের রেকর্ড, সাফল্য, খ্যাতির জন্য খেলছেন।’

সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন আসামের গুয়াহাটিতে। সেখানে বিশ্বকাপের মূলমঞ্চে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। গতকাল খেলেছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২ অক্টোবর খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর হিমাচলের ধর্মশালা উড়ে যাবেন সাকিবরা। সেখানে ৭ অক্টোবর আফগানিস্তান এবং ১০ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দুটি খেলবে।

বাঁ-হাতি ওপেনারের বাদ পড়ার পেছনে অনেকেই বর্তমান অধিনায়কের হাত রয়েছে বলে অভিযোগ করছেন। এ অভিযোগের উত্তরে সাকিব বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৫ থেকে খেলছি বাংলাদেশের হয়ে। তখন থেকে দেখে আসছি, খুব ভালোভাবে যে প্লেয়ার দলের জন্য অবদান রাখছে, ভালো করছে, তাকে কখনো বাদ দেয়নি বাংলাদেশের কোনো দল। সিম্পল একটা উদাহরণ, রিয়াদ ভাই।’

পরিসংখ্যান জানায়, তামিম দেশসেরা ওপেনার। ৮ হাজারের ওপর রান করেছেন (৮৩৫৭)। তাকে মিডল অর্ডারে খেলানোর প্রস্তাবের উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘এটা নিয়ে আমার সঙ্গে আলোচনাই হয়নি। কেউ যদি বলে থাকে, সেটা অথরাইজড কেউ। আগে থেকে আলাপ করে রাখতে চেয়েছিল, যাতে দুই পক্ষের জন্যই ভালো হয়। এতে খারাপের কিছু দেখি না। খারাপের জন্য তো বলবে না। আমি নিশ্চিত, কেউ যদি বলে থাকে, দলের কথা চিন্তা করেই বলেছে। আলোচনা দোষের কিছু না। নাকি প্রস্তাব দেওয়া যাবে না? এখন কথা হচ্ছে, দল আগে না ব্যক্তি আগে?’

সর্বশেষ খবর