শিরোনাম
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচে রানবন্যা

ক্রীড়া ডেস্ক

সাত বছর আগে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিল পাকিস্তান দল। শহিদ আফ্রিদির নেতৃত্বে খেলা সে দলের কেবল মোহাম্মদ নওয়াজ এখনো টিকে আছেন। সাত বছর পর ভারতের মাটিতে খেলতে যাওয়া পাকিস্তান দলে আছেন তিনি। এক দিনের ক্রিকেটের হিসাবে পাকিস্তান ভারতের মাটিতে খেলতে নেমেছে ১০ বছর পর। ২০১৩ সালের ৬ জানুয়ারি শেষবার ভারতের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে হেরেছিল তারা। তবে আগের দুই ম্যাচ জেতায় সিরিজের ট্রফি সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছিলেন মিসবাহ উল হকরা।

ভারত-পাকিস্তান ক্রিকেট মাঠে গড়ালেই বাড়তি এক উন্মাদনা ছড়িয়ে পড়ে। এ উন্মাদনা ভারত ও পাকিস্তানের সীমানা ছাড়িয়ে যায়। সামনেই বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ক্রিকেটের সেরা এ আসর। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গতকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান করে। জবাবে ৩৮ বল হাতে রেখে ৩৪৬ রান করে ৫ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

সর্বশেষ খবর