রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

লিঙ্গসমতা তুলে ধরবে বিশ্বকাপের দুই মাসকট ব্লেজ ও টঙ্ক

ক্রীড়া ডেস্ক

লিঙ্গসমতা তুলে ধরবে বিশ্বকাপের দুই মাসকট ব্লেজ ও টঙ্ক

ব্লেজ ও টঙ্ক- আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দুই মাসকট। লাল পোশাকের মাসকটটি নারী (ব্লেজ) এবং নীল পোশাকে পুরুষ (টঙ্ক)। লিঙ্গ সমতা তুলে ধরতে গত মাসে নারী ও পুরুষ দুই মাসকট উন্মোচন করেছিল আইসিসি। এবার সমর্থকদের ভোটাভুটির পর নাম চূড়ান্ত করা হয়।

বিশ্বকাপের সব ভেন্যুতেই ব্লেজ ও টঙ্ককে দেখা যাবে। এ ছাড়া ফ্যান জোনগুলোতেও থাকবে দুই মাসকট। দর্শকদের উজ্জীবিত করবে তারা।

আগামী ৫ অক্টোবর ভারতের মাঠে গড়াবে বিশ্বকাপ ২০২৩। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ১০ দল ভারতের ১০ ভেন্যুতে ৪৬ দিনে ৪৮ ম্যাচ খেলবে। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে এই ক্রিকেট মহাযজ্ঞের শেষ হবে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আহমেদাবাদে।

সর্বশেষ খবর