রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সেমিতেই আটকে গেলেন ইমরান

ক্রীড়া প্রতিবেদক

সেমিতেই আটকে গেলেন ইমরান

বাংলাদেশের প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটার স্প্রিন্টারের ফাইনালে দৌড়ানোর স্বপ্ন দেখেছিলেন ইমরানুর রহমান। কিন্তু ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালের গন্ডি টপকাতে পারেননি। সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। অবশ্য হ্যাংজু এশিয়াডে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বক্সার সেলিম হোসেন। আসরের অষ্টম দিনে গতকাল হ্যাংজু জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির প্রি-কোয়ার্টারে নকআউট করেছেন তাজিকিস্তানের আসরর ভকিধভকে। ৩ অক্টোবর কোয়ার্টার ফাইনালে সেলিমের প্রতিপক্ষ জাপানের বক্সার। তার বিরুদ্ধে জিতলেই ১৯৮৬ সালের সিউল এশিয়াডের পর বক্সিংয়ে বাংলাদেশের প্রথম কোনো বক্সার পদক জিতবেন। প্রথম রাউন্ডে হেরেছিলেন সেলিম। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান। তৃতীয় মিনিটে তাজিক প্রতিপক্ষকে পাঞ্চ করলে চোখের ওপর কেটে যায়। খেলা বন্ধ করে সেলিমকে বিজয়ী ঘোষণা করেন বিচারকরা।

হ্যাংজু স্পোর্টস সেন্টারে সেমিফাইনালে ১০.৪২ সেকেন্ড সময় নেন ইমরান। সেমিফাইনালের প্রথম হিটে ১০.১২ সেকেন্ড সময়ে প্রথম হন ইন্দোনেশিয়ার মুহাম্মদ জহির লালু। মালয়েশিয়ার মুহাম্মদ আজিম ফাহমি ১০.১৭ সেকেন্ড সময়ে দ্বিতীয়, বাহরাইনের সাঈদ সাদ ১০.১৯ সেকেন্ড সময়ে তৃতীয় হন। দ্বিতীয় চীনের শিয়ে ঝেনি ১০.০৩ সেকেন্ড সময়ে প্রথম, ১০.০৬ সেকেন্ড সময়ে থাইল্যান্ডের পুরিপুল বোনসন দ্বিতীয়, উত্তর কোরিয়ার কুমরইয়ং জো ১০.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।

 

সর্বশেষ খবর