রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

এসেই কঠিন অনুশীলনে ওড়িশা এফসি

ক্রীড়া প্রতিবেদক

ভুবনেশ্বরে ঘরের মাঠে ওড়িশা এফসি প্রথম ম্যাচে ০-৪ গোলে হেরে যায় স্বদেশি মোহনবাগান জায়ান্টের কাছে। অন্যদিকে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও অ্যাওয়ে ম্যাচে মাজিয়ার কাছে ১-৩ গোলে হার মানে। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় দুই দল মুখোমুখি হবে। সবেমাত্র আসর শুরু হলেও টানা দুই ম্যাচে হেরে গেলে লড়াই থেকে পিছিয়ে যাবে। তাই কিংস ও ওড়িশা জেতার জন্য মরিয়া হয়ে লড়বে। ঘরের মাঠে খেলা হলেও বেশ সতর্ক কিংস। এএফসি কাপে বসুন্ধরা কিংস ভারতের মোহনবাগান, বেঙ্গালুরু এফসি ও গোকুলাম কেরালার বিপক্ষে খেললেও প্রতিপক্ষ হিসেবে ওড়িশা নতুন দল।

মোহনবাগানের কাছে বড় ব্যবধানে হারলেও ওড়িশা যথেষ্ট শক্তিশালী দল। ঢাকায় এসে তারা কঠিন অনুশীলনে নেমে পড়েছে।  তাদের লক্ষ্য ৩ পয়েন্ট নিয়েই ঘরে ফেরা। অন্যদিকে প্রথম ম্যাচে কিংসের ভুলত্রুটি ছিল চোখে পড়ার মতো। কোচ অস্কার ব্রুজোন তা শিষ্যদের শুধরিয়ে দিচ্ছেন। ম্যাচে রবসন, ডরিয়েলটন, মিগেল পিগেইরা এই তিন ব্রাজিলিয়ানের খেলার সম্ভাবনা রয়েছে। খেলতে পারেন নাইজেরিয়ান এমফন উদোরো।

 

সর্বশেষ খবর