সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

আসামের গুয়াহাটিতে আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। বৃষ্টি গড়ানোর সম্ভাব্য সময় দুপুর। এতে বাধাগ্রস্ত হতে পারে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বৃষ্টি না হলে থাকবে প্রচন্ড গরম। এমন বৈরী আবহাওয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে আয়েশী জয় পেয়েছিল মিরাজ বাহিনী। যদিও ম্যাচটি খেলেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান। সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তারপরও ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৮ ওভার হাতে রেখে ৭ উইকেটে জয়ী ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম এবং মেহেদী মিরাজ। ইংল্যান্ডের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। গুয়াহাটিতে স্বাগতিক ভারতের বিরুদ্ধে ম্যাচে টস হয়েছিল। কিন্তু একটি বলও গড়ায়নি মাঠে। একই দিন বৃষ্টিতে ভেসে গেছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচও। ২৩ ওভারের কার্টেল ম্যাচটিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৬৬। কমলা বাহিনী ১৪.৪ ওভারে ৬ উইকেটে ৮৬ রান তোলার পর ভেস্তে যায় বৃষ্টিতে। ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মিচেল স্টার্ক। প্রথম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে এবং দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছিলেন বাঁ-হাতি পেসার স্টার্ক।   

চলতি বছর ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নকে আতিথেয়তা দিয়েছিল বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজটি হেরেছিল টাইগাররা। তবে দুই দলের সর্বশেষ ম্যাচটি জিতেছিল টাইগাররা সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে। সাকিবের ৭১ বলে ৭৫, মুশফিকুর রহিমের ৯৫ বলে ৭০ ও নাজমুল শান্তের ৭১ বলে ৫৩ রানে ভর করে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংলিশরা। বিশ্ব চ্যাম্পিয়নদের ৫০ রানের জয় পেতে বল হাতে নেতৃত্ব দেন সাকিব। ৩১ রানের খরচে নেন ৪ উইকেট। গুয়াহাটিতে কি আজ খেলবেন সাকিব? পায়ের গোড়ালির ব্যথায় প্রথম প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিলেন সাকিব। শোনা যাচ্ছে, সাকিব বিশ্বকাপের মূল মঞ্চে খেলবেন। ৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন।

বাংলাদেশ ও ইংল্যান্ড পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ১৫টি। যাতে টাইগারদের জয় ৫ এবং বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ১০।

 

সর্বশেষ খবর