বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মালয়েশিয়াকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়াকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছেন সাইফ হাসানরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করে। জবাব দিতে নেমে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে।

ব্যাটিংয়ে নেমে বেশ লড়াই করতে হয় বাংলাদেশকে। ৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। পারভেজ ও মাহমুদুল শূন্যরানে আউট হন। জাকির ১ রানে আউট হলে বেশ বিপদেই পড়ে বাংলাদেশ। অধিনায়ক সাইফ ৫০ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া আফিফ ২৩, শাহাদাত ২১ ও জাকের আলি ১৪ রান করেন। মালয়েশিয়ার পক্ষে পবনদ্বীপ ২টি এবং বিজয় ও আনওয়ার ১টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে মালয়েশিয়া ১১৪ রান করে ৮ উইকেটে। মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন বিরানদ্বীপ। এ ছাড়া সাইদ আজিজ ২০, বিজয় ১৪ ও আইনুল ১৪ রান করেন। তিনজন শূন্যরানে আউট হন। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন রিপন মণ্ডল ও আফিফ হোসেন। এ ছাড়া ১টি করে উইকেট শিকার করেন রাকিবুল ও রিশাদ। কাল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান গেমসে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। গতকাল কোয়ার্টার ফাইনালে আফগানিস্তান ৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগানরা ১১৬ রান করে। জবাবে শ্রীলঙ্কা ১০৮ রান করে।

সর্বশেষ খবর