বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সালাউদ্দিনের স্বাক্ষর জাল করেছেন সোহাগ

ক্রীড়া প্রতিবেদক

অর্থ কেলেঙ্কারির দায়ে বাফুফের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ফিফা আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করে। পরে বাফুফে থেকেও সোহাগ বহিষ্কৃত হন। ফেডারেশন যে কারণে সোহাগকে নিষিদ্ধ করে তাতে পুরোপুরি একমত হয়েছেন নির্বাহী কমিটির সদস্যরা। বিষয়টি নিয়ে বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে রিপোর্ট গতকাল বাফুফের সভায় প্রকাশ করা হয়েছে এবং কপিও মিডিয়ার কাছে পাঠানো হয়। তদন্তকালে আরও কিছু অনিয়ম-জালিয়াতিও চিহ্নিত করেছে। তার মধ্যে অন্যতম হলো সভাপতি কাজী সালাউদ্দিনের স্বাক্ষর জাল করা। ক্রীড়াসামগ্রী কেনার বিষয়ে ফিফার তদন্তকালীন সে সময়ের কিছু কাগজপত্র দেখাতে বলা হলে দ্রুত যে কাগজপত্র পাঠানো হয়েছিল সেসব কাগজে সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর স্বাক্ষর করেন সোহাগ নিজেই। তদন্তে তা ধরাও পড়ে। এ বিষয়ে সালাউদ্দিন ও সালাম নিশ্চিত তারা ওই সময়ে সোহাগের কোনো কাগজে সই করেননি। জাল স্বাক্ষরের শাস্তি কী হবে তা পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সর্বশেষ খবর