শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাংলার আট তরুণের প্রথম বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

বাংলার আট তরুণের প্রথম বিশ্বকাপ

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা মাত্র সাত ক্রিকেটারের। অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম খেলছেন ২০০৭ সাল থেকে। দুজনে এবার পঞ্চম আসর খেলবেন। মাহমুদুল্লাহ রিয়াদ খেলছেন ২০১১ সাল থেকে। এবার খেলবেন চতুর্থ আসর। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিদ হাসান সাকিব। আট নবীনের মধ্যে আজ আফগানিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা উজ্জ্বল ওপেনিংয়ে তানজিদ তামিম, ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও শরিফুল ইসলামের। একাদশে চার পেসার খেলালে খেলবেন হাসান মাহমুদ। এ ছাড়া দুই স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদির মধ্যে জোর লড়াই হবে একাদশে খেলতে।

সর্বশেষ খবর