রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি মারক্রামের

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি মারক্রামের

বিশ্বকাপের ইতিহাসটাই বদলে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার অ্যাইডেন মারক্রাম। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি। মোট ৫৪ বল খেলে করেন ১০৬ রান। ১৪টি চার ছাড়াও ৩টি ছক্কা হাঁকান মারক্রাম। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। সেই রেকর্ডটাই নিজের করে নিলেন মারক্রাম। কেবল তিনিই নন, রেকর্ড গড়েছে তার দল দক্ষিণ আফ্রিকাও। বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তারা। গতকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করেন প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ১০২ রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রানের ইনিংস খেলেছিল। এতদিন বিশ্বকাপে এটাই ছিল সর্বোচ্চ রানের ইনিংস। গতকাল ৫ উইকেটে ৪২৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। মারক্রাম ছাড়াও সেঞ্চুরি করেন কুইন্টন ডি কক (৮৪ বলে ১০০ রান) এবং ফন ডার ডুসেন (১১০ বলে ১০৮ রান)। ডি ককের ইনিংসে ১২টি চার ছাড়াও ছিল ৩টি ছক্কার মার। অন্যদিকে ডুসেন ১৩টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান। তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে অষ্টমবারের মতো ৪০০ রানের মাইলফলক অতিক্রম করল দক্ষিণ আফ্রিকা। ২০০৬ সালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুই দলই প্রথমবারের মতো ৪০০ রানের মাইলফলক অতিক্রম করে। অস্ট্রেলিয়া করে ৪৩৪ রান। দক্ষিণ আফ্রিকা ৪৩৮ রান করে জয় তুলে নেয়। এ ছাড়া তারা ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩৯, সে বছরই ভারতের বিপক্ষে ৪৩৮, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪১৮, চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৬, ২০১৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪১১, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৮ রান সংগ্রহ করে।

 

দক্ষিণ আফ্রিকা

৪২৮/৫ (৫০ ওভার)

ডাসেন ১০৮

মারক্রাম ১০৬

ডি কক ১০০

সর্বশেষ খবর