শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পরাক্রমশালী নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক

পরাক্রমশালী নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

ইনজুরি থেকে শতভাগ ফিট হতে পারেননি কেন উইলিয়ামসন। সে জন্য বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে সূচনা ম্যাচে খেলেননি নিউজিল্যান্ড অধিনায়ক। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড খেলবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডস। দলটির বিরুদ্ধে আজ তাকে খেলতে নাও দেখা যেতে পারে। ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। শক্তিমত্তা ও পরিসংখ্যানের বিচারে টিউলিপের দেশ, কমলা রঙের দেশটির চেয়ে নিউজিল্যান্ড এগিয়ে যোজন যোজন।

২০১৫ ও ২০১৯ সালের রানার্স আপ নিউজিল্যান্ড। বিশ্বকাপের এবারের আসরের অন্যতম ফেবারিট দলটি প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ৯ উইকেটে জয় পেয়েছে ৮২ বল হাতে রেখে। ইংল্যান্ডকে ২৮২ রানে আটকে রেখেছিল নিউজিল্যান্ড। ২৮৩ রানের টার্গেটে নিউজিল্যান্ডকে জয় উপহার দেন দুই বাঁ হাতি ব্যাটার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুজনে অবিচ্ছিন্ন থেকে ২৭৩ রানের জুটি গড়েন। কনওয়ে ও রবীন্দ্র দুজনেই প্রথমবার বিশ্বকাপ খেলছেন। কনওয়ে অপরাজিত ১৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মাত্র ১২১ বলে ১৯ চার ও ৩ ছক্কায়। ম্যাচ সেরা রবীন্দ্র অপরাজিত ১২৩ রানে ইনিংস খেলে মাত্র ৯৬ বলে ১১ চার ও ৫ ছক্কায়। কনওয়ে জেনুইন ব্যাটার রবীন্দ্র অলরাউন্ডার। হায়দরাবাদে নেদারল্যান্ডস খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে। হেরেছ ৮১ রানে। পাকিস্তানকে ২৮৬ রানে আটকে রেখে ২০৫ রানে অলআউট হয় কমলা জার্সিধারীরা। দুই দল এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে পরস্পরের বিরুদ্ধে। সব ম্যাচই জিতেছে নিউজিল্যান্ড। আজও ফেবারিট হয়ে খেলবে ল্যাথাম বাহিনী। 

সর্বশেষ খবর