শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মিরাজ-সাকিবের প্রশংসায় রমিজ

ক্রীড়া ডেস্ক

মিরাজ-সাকিবের প্রশংসায় রমিজ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণ জয় পেয়েছে। আফগানিস্তানকে দাঁড়াতেই দেয়নি। এমন জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বলে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। সাকিব আল হাসানও দারুণ বোলিং করেছেন। তার যোগ্য নেতৃত্বে আফগানিস্তানকে অল্প রানে আটকে দিতে পেরেছে। দুজনার পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে বিশ্ব মিডিয়াজুড়ে। নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিকস-এ সাকিব ও মিরাজের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এমন জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বলে রমিজ মন্তব্য করেন। বল হাতে ৯ ওভারে ৩ মেডেনসহ ২৫ রান দিয়ে মিরাজ ৩ উইকেট নিয়েছেন। এরপর ব্যাট হাতে করেন ৫৭ রানের ইনিংস। সাম্প্রতিক সময়ে মিরাজ ছন্দে রয়েছেন। ব্যাট ও বোলিংয়ে সমানভাবে জ্বলে উঠছেন। রমিজ বলেছেন, ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৭ রান করা মিরাজের অনেক প্রতিভা আছে। দারুণ খেলছেন। তার শরীরী ভাষা প্রকৃত ক্রিকেট যোদ্ধার ভাব ফুটে ওঠে। বিশ্বকাপে মিরাজ হতে পারেন অন্যতম সেরা ক্রিকেটার।

সাকিবের প্রশংসা করে রমিজ বলেন, সাকিব সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কঠিন চ্যালেঞ্জেও নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেন। সাকিব এমন একজন অধিনায়ক, যিনি চাপমুক্ত থাকতে পারেন। একজনের নেতৃত্ব দলকে জেতানোর জন্য যথেষ্ট। সাকিব হচ্ছেন এমনই এক অধিনায়ক। এক জয়ে কিছুই বলা যায় না। তবে আমার মনে হয় বাংলাদেশ এবার চমক দেখানোর মতো কিছু করতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর