সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আজও নেই উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক

ইনজুরির কারণে কেন উইলিয়ামসন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবেন না তা আগেই ঘোষণা দিয়েছিল নিউজিল্যান্ড। তাকে ছাড়াই কিউইরা উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করেছিল। ধারণা ছিল আজ বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে উইলিয়ামসন দলে ফিরবেন। না, নেদারল্যান্ডসের বিপক্ষেও দেখা যাবে না। তবে তৃতীয় ম্যাচ থেকে তাকে পেতে আশাবাদী কোচ গ্যারি স্টিভ। অধিনায়ককে না পেলেও দলে ফিরতে পারেন টিম সাউদি ও লকি ফার্গুসন। উইলিয়ামসনের ইনজুরির সর্বশেষ অবস্থা সম্পর্কে স্টিভ বলেন, আমার মনে হয় ফিল্ডিংয়ের জন্য ওর আরেকটু উন্নতি দরকার। আমি আশাবাদী পরের ম্যাচে তাকে আমরা দলে পাব।  গত মাসে ইংল্যান্ড সফরে শেষ ওয়ানডেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান সাউদি। স্ক্যান রিপোর্টে জানা যায়, ৩৪ বছর বয়সী পেসারের আঙুলে চিড় ধরেছে ও নড়ে গেছে। এরপর অস্ত্রোপচার করানো হয়। এখন সাউদি সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় ম্যাচে এই পেসারের খেলার সম্ভাবনা রয়েছে।

 অন্যদিকে ছোটখাটো চোটে প্রথম ম্যাচ খেলতে পারেননি লকি ফার্গুসন। তবে তিনি ফিট হয়ে উঠেছেন বলে কোচ নিশ্চিত করেছেন। তাকেও আজ দেখা যাবে।

সর্বশেষ খবর