বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দিল্লিতে ভারতের সামনে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

দিল্লিতে ভারতের সামনে আফগানিস্তান

বিশ্বকাপের শুরুটা ভারত করেছে অস্ট্রেলিয়াকে উড়িয়ে। সেখানে কি রোহিতদের জন্য আফগানিস্তান ভাবনার কারণ হতে পারে? সাদা চোখে দেখলে অনেকেই বলবে না। তবে খেলাটা ক্রিকেট বলেই নিশ্চিত করে কিছু বলা যাবে না। এখানে যে কোনো অঘটন ঘটতে পারে। মামুলি ২০০ রানের টার্গেট পূরণ করতে গিয়ে ভারতের ৩ উইকেট পড়ে যায় ২ রানের মাথায়। বিরাট কোহলি ও লোকেশ রাহুল দুর্দান্ত ব্যাটিং করে দলকে মূল্যবান জয় এনে দেন। দিল্লিতে হয়তোবা ভারতকে এমন পরিস্থিতিতে পড়তে হবে না। তবে বিরাট কোহলি বলেছেন, বিশ্বকাপে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা যায় না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে পরের দিনই রাহুল মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি পান। চেন্নাই থেকে দিল্লিতে এসে গতকালই প্রথম কথা বললেন। তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে আমরা যতটা শক্তিশালী ভেবেছি, আফগানিস্তানের বেলায় একই কথা বলব। দেখেন একটা দলের যেমন ভালো দিন যায়, তেমনি খারাপ দিনও আসে। এক্ষেত্রে কাউকে হেয় করা যাবে না। তাছাড়া আফগানিস্তান মাত্র এক ম্যাচ হেরেছে। বাকিগুলোয় অবশ্যই জ্বলে ওঠার চেষ্টা করবে। সেই সামর্থ্য তাদের আছে। সুতরাং জয়ের জন্য সেরা খেলাটা খেলতে হবে আমাদের।

সর্বশেষ খবর