বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রেকর্ড গড়া জয় পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ড গড়া জয় পাকিস্তানের

কুশল মেন্ডিস

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান। গতকাল হায়দরাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ১০ বল হাতে রেখেই পাড়ি দেন বাবর আজমরা। এর আগে রেকর্ডটি দখলে ছিল আয়ারল্যান্ডের। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের করা ৩২৮ রান আইরিশরা পাড়ি দিয়েছিল ৫ বল হাতে রেখে।

গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিস ও সাদিরার জোড়া সেঞ্চুরিতে ৩৪৪ রান করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস মাত্র ৭৭ বলে ১২২ রান করেন। ১৪টি চার ও ৬টি ছক্কার মার ছিল তার ইনিংসে। ৮৯ বলে ১০৮ রানের ইনিংস খেলেন সাদিরা। পাথুম নিসানকা ৬১ বলে ৫১ রান করেন ৭টি চার ও একটি ছক্কার মারে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন হাসান আলি। এ পাকিস্তান ৩৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়। শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরির জবাব জোড়া সেঞ্চুরিতেই দেয় পাকিস্তান। দলের পক্ষে ১২১ বলে ১৩১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। আবদুল্লাহ শফিক করেন ১০৩ বলে ১১৩ রান। ম্যাচসেরার পুরস্কার পান রিজওয়ান।

সর্বশেষ খবর