শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভারত-পাকিস্তান মহারণ আজ

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান মহারণ আজ

ফুটবলে যেমন ব্রাজিল-আর্জেন্টিনা ক্রিকেটে তেমনই ভারত-পাকিস্তান। দুই দলের লড়াই হলেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। আজ সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটিই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দল।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারত। নিয়মিত নিরাপত্তাব্যবস্থার সঙ্গে বাড়তি ১১ হাজার রক্ষী থাকবে বলে জানাচ্ছে ভারতীয় মিডিয়া। কানায় কানায় পূর্ণ থাকবে গ্যালারি। এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে অনেক আগেই। এখনো রোহিত-বাবরদের বন্ধু মহল ফোনে টিকিট চাইছে। গতকাল সংবাদ সম্মেলনে টিকিটের এ চাপের কথাটাও জানালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি বললেন, ‘অনেকেই ফোন করে টিকিট চাইছে। এই চাপটা সামলানো বড় কঠিন।’

ভারত-পাকিস্তান ক্রিকেটে ১৩৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মোট ৭৩ বার জয় পেয়েছে পাকিস্তান। ৫৬ বার জয় পেয়েছে ভারত। মোট লড়াইয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপে একক আধিপত্য ভারতের। সাতবারের লড়াইয়ে সাতবারই জয় পেয়েছে ভারত। বড় টুর্নামেন্ট হলেই ভারতের বিপক্ষে ভেঙে পড়ে পাকিস্তান। এ ধারণাটা অবশ্য ২০১৭ সালে বদলে দেন বাবর আজমরা। ফাইনালে ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। অবশ্য ২০১৯ সালের বিশ্বকাপে ফের ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। এমনকি ২০১৭ সালের পর আর ভারতকে হারাতে পারেননি বাবররা। এবার কি পারবেন! ইতিহাসের এ চাপটা বাবরদের ওপর রয়েই যাচ্ছে। তিনি স্বীকারও করলেন সংবাদ সম্মেলনে। বাবর বলেন, ‘আমরা নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই। তবে গ্যালারিভরা দর্শকদের সামনে নিশ্চিন্ত হয়ে খেলা সত্যিই কঠিন।’

পাকিস্তানের বিপক্ষে নিজেদের অতীত নিয়ে খুব একটা ভাবছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এমনকি দুই দলের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে যে লড়াই চলছে, তাও জানেন না তিনি। নয় মাস ধরে নাকি অনলাইনে কিছুই দেখেন না। রোহিত শর্মা বলেন, ‘প্রতিটা ম্যাচের আগে ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। কারণ, প্রতিটা ম্যাচেই আলাদা চ্যালেঞ্জ থাকে। অতীত নিয়ে ভাবি না। আশা করি, পাকিস্তানের বিপক্ষেও নিজের পারফরম্যান্সটা ঠিক রাখতে পারব।’ গত ম্যাচে রোহিত শর্মা দারুণ এক সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের বিপক্ষে। রানের গতিটা ঠিক রাখতে চান তিনি। ভারতীয় দলে শুভমান গিল ফিরতে পারেন বলেও জানিয়ে গেছেন রোহিত।

 

ভারত-পাকিস্তান পরিসংখ্যান

মোট ম্যাচ : ১৩৪

ভারতের জয় : ৫৬

পাকিস্তানের জয় : ৭৩

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর