শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের ড্র

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের ড্র

প্যারাগুয়েকে হারিয়ে ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল। অন্যদিকে ১-১ গোলে ড্র করে ব্রাজিলকে রুখে দিয়েছে ভেনেজুয়েলা। ইনজুরির কারণে অধিনায়ক লিওনেল মেসি শুরুতে ছিলেন না। তারপরও বিশ্ব চ্যাম্পিয়নরা স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে। গতকাল ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে গোল করে জয় এনে দেন ওটামেন্ডি। রদ্রিগো ডিপলের কর্নার থেকে দুর্দান্ত এক ভলিতে জালে বল পাঠান আর্জেন্টাইন এ ডিফেন্ডার। ৫৪ মিনিটে আলভারেজের পরিবর্তে মাঠে নামেন মেসি। ৭৫ মিনিটে তার নেওয়া কর্নার পোস্টে লাগে। যোগ করা সময়ে তার ফ্রি ফিক আবারও পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি। এর আগে ইকুয়েডের ১-০ এবং বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে। ৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আর্জেন্টিনা।

অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হারাতে পারেনি ভেনেজুয়েলাকে। প্রথমার্ধে কোনো গোলই হয়নি। দ্বিতীয়ার্ধে শুরুর দিকে নেইমারের নেওয়া কর্নার কিক থেকে হেডে জালে বল পাঠান গ্যাব্রিয়েল। ৮৫ মিনিটে বেল্লর বাইসাইকেল কিকে সমতায় ফেরে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়েন নেইমাররা। ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ব্রাজিল।

সর্বশেষ খবর