শিরোনাম
রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসকের পর্যবেক্ষণে সাকিব

ক্রীড়া প্রতিবেদক, পুণে থেকে

চিকিৎসকের পর্যবেক্ষণে সাকিব

নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের কুঁচকিতে টান পড়েছিল সাকিব আল হাসানের। মাঠেই চিকিৎসা নেন টাইগার অধিনায়ক। এরপর ব্যাটিংও করেন। শুধু ব্যাটিং নয়, বোলিংও করেন সাকিব। ৪০ রানের পাশাপাশি ৫৪ রানের খরচে একটি উইকেটও নেন। ম্যাচ শেষে কুঁচকির অবস্থা জানতে স্ক্যানিং করতে হাসপাতালে যান। রিপোর্ট হাতে পেয়েছে কি না টিম ম্যানেজমেন্ট নিশ্চিত নয়। তবে ইনজুরিটা টিআর ওয়ান বা টিআর টু হতে পারে। যদি সিরিয়াস কিছু হয়, ১৯ অক্টোবর ভারত ম্যাচে না খেলার আশঙ্কা রয়েছে টাইগার অধিনায়কের। অবশ্য টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এখনই আশঙ্কার কথা জানাচ্ছেন না, ‘ভারত ম্যাচে সাকিব খেলবেন কি না, আমি নিশ্চিত নই। তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন। ভারতে বিপক্ষে ম্যাচ ১৯ অক্টোবর। এর মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন। চিকিৎসকরা তাকে জিম করার পরামর্শ দিয়েছেন। অনুশীলন করলে সতর্ক থাকতে বলেছেন।’

 

সর্বশেষ খবর