সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
ওয়াসিম আকরাম ক্ষুব্ধ

পাকিস্তানকে খাটো করেছেন বাবর

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে খাটো করেছেন বাবর

ভারত ও পাকিস্তানের ম্যাচ শেষ। ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে টানা আট ম্যাচ হারল পাকিস্তান। সমর্থক তো বটেই, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও লজ্জিত। শোয়েব মালিক তার সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করে লিখেছেন, এখন বিশ্বকাপে দুই দেশের ম্যাচ আয়োজন করে লাভ নেই। আগেই ভারতকে বিজয়ী ঘোষণা করা উচিত। কারণ পাকিস্তান তো শুধু হেরেই চলেছে। খেলা দেখে আমার মনে হয়েছে ভারত কোনো পাড়ার দলের সঙ্গে খেলছে। কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম আবার অন্য এক ঘটনায় ক্ষুব্ধ। তিনি বলেন, পাকিস্তান-ভারত মানে আলাদা এক উত্তেজনা। দুই দেশের সমর্থকদের তখন মাথা ঠিক থাকে না। মাঠে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। এনিয়ে লজ্জিত আমরা। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের চেহারা দেখে কি তা মনে হয়েছে? দুই দেশের খেলোয়াড়দের বন্ধুত্ব থাকবে। তাই বলে একজন অধিনায়ক তো তার ইজ্জত বিলিয়ে দিতে পারে না। আহমেদাবাদে দেখলাম, ম্যাচ সবেমাত্র শেষ হয়েছে। এরই মধ্যে অধিনায়ক বাবর আজমকে দেখলাম বিরাট কোহলির কাছে ছুটে যেতে। একজন ভক্ত যেমন প্রিয় খেলোয়াড়ের অটোগ্রাফ নিতে সামনে যায়। বাবরের ভূমিকাও ছিল সেরকম। কোহলির স্বাক্ষর করা জার্সি নেওয়াটা বাবরের উচিত হয়নি। বাবর ব্যক্তিগতভাবে কোহলিকে পছন্দ করতে পারে। কিন্তু সে তো পাকিস্তানের অধিনায়ক। ইচ্ছা করলেই অনেক কিছু পারে না। আমি বলব, এক্ষেত্রে পাকিস্তানকে খাটো করেছে বাবর।

সর্বশেষ খবর