সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

২৭ বছর পর পুণেতে বিশ্বকাপ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক, পুণে থেকে

বিশ্বকাপ ক্রিকেটের খেলা হচ্ছে ভারতের ১০টি শহরে। কিন্তু কোনো স্টেডিয়ামই শহরের বাইরে নয়। পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামটিই শুধু শহরের বাইরে। পুণে শহরের সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার বাইরে অবস্থিত স্টেডিয়ামটি। পুণে-মুম্বাই হাইওয়ের পাশের স্টেডিয়ামটিতে ১৯ অক্টোবর স্বাগতিক ভারত আতিথেয়তা দেবে সাকিব আল হাসানের বাংলাদেশকে। বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই বিশ্বকাপ ক্রিকেট ফিরছে শিক্ষা শহর, আইটি শহর, সাংস্কৃতিক শহর পুণেতে। ১৯৯৬ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের একটি ম্যাচের আয়োজক ছিল পুণে। আসরের ২০ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও কেনিয়া। মরিস উদুম্বের ঘূর্ণিতে ৭৩ রানে ম্যাচ জিতেছিল কেনিয়া। যদিও ম্যাচটির ভেন্যু ছিল জহরলাল নেহেরু স্টেডিয়াম। জহরলাল নেহেরু স্টেডিয়ামে যখন খেলা হয়েছিল, তখন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটির ভিতও দেওয়া হয়নি। এবার বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপ ফরম্যাটে ফিরছে পুণে। এ নিয়ে পুণেবাসী ভীষণ উচ্ছ্বসিত। অটোচালক মোহাম্মদ সিরাজ বলেন, ‘২৭ বছর আগের ওই ম্যাচটি আমি দেখেছিলাম। তখন আমি ছাত্র ছিলাম। বাবার সঙ্গে এসেছিলাম খেলা দেখতে।’ মহারাষ্ট্র স্টেডিয়ামে ওয়ানডে খেলা হচ্ছে ২০১৩ সাল থেকে। অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সফরকারী অস্ট্রেলিয়া জিতেছিল ৭২ রানে। এখন পর্যন্ত স্টেডিয়ামটিতে ম্যাচ হয়েছে মাত্র ৭টি। সর্বশেষটি হয়েছে ২০২১ সালের ২৮ মার্চ। এখানেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। ২-১ ব্যবধানে জিতেওছিল। তবে ৭ ম্যাচ খেললেও ভারতের জয় ৪টি। বাকি ৩টিতে হার। বাংলাদেশ কি পারবে ১৯ অক্টোবর ভারতকে হারিয়ে ব্যর্থতার খোলশ ছেড়ে বেরোতে?

সর্বশেষ খবর