সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

তবুও আশা সুজনের

ক্রীড়া প্রতিবেদক, পুণে থেকে

তবুও আশা সুজনের

আফগানিস্তানের বিপক্ষে প্রথম সহজভাবে জিতেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতে পারেননি সাকিবরা। অন্যদিকে ভারত টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে। শক্তির বিচারে ভারত ফেভারিট অথচ বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ওই ম্যাচে স্বাগতিক ভারতই চাপে থাকবে। আমার মনে হয় আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাচ্ছি। সাহস করে খেলতে হবে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ভারত শুধু আমাদের কাছে হেরেছে।

যা পুণেতে আত্মবিশ্বাস জোগাবে। দুই ম্যাচ হারলেও সেমির আশা এখনো ভালোভাবে টিকে আছে। ভারতকে হারালেই জ্বলে উঠবে বাংলাদেশ। তখন অনেক কঠিন কাজই আমাদের সহজ হয়ে যাবে। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা চাই দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে। সেই সামর্থ্য অবশ্যই আমাদের রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর