শিরোনাম
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হোম ম্যাচেও খেলা হচ্ছে না মোরসালিনের

ক্রীড়া প্রতিবেদক

হোম ম্যাচেও খেলা হচ্ছে না মোরসালিনের

মালেতে বিশ্বকাপ বাছাইপর্ব ফুটবলে মালদ্বীপের বিপক্ষে খেলা হয়নি তপু, মোরসালিন ও জিকোর। শৃঙ্খলা ভাঙার অপরাধে এদের বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট সাময়িকভাবে নিষিদ্ধ করে। পরে তদন্ত করে জিকো ও তপুকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। শেখ মোরসালিনকে জরিমানা ধার্য করে। এই জরিমানা দিলেই তিনি মাঠে ফিরতে পারবেন। ভাবা হয়েছিল ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারিনায় মালদ্বীপের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মোরসালিন ফিরবেন। অ্যাওয়ে ম্যাচ ১-১-এ ড্র হয়। কিংস অ্যারিনায় জিতলেই বাংলাদেশ সরাসরি বাছাইপর্ব খেলবে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনকে।

মোরসালিন ফিরলে নিঃসন্দেহে জাতীয় দলের শক্তি বাড়ত। তবে বাংলাদেশ পাচ্ছে না এ তরুণ ফুটবলারকে। কোচ হাভিয়ের কাবরেরা চাচ্ছেন মালেতে যে দল ছিল তাই থাকবে। হুট করে কাউকে নেওয়া ঠিক হবে না। জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন মোরসালিন ফিরছে না। কোচের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে। দ্বিতীয় রাউন্ডে উঠলে তখন নতুনভাবে ক্যাম্প শুরু হবে। যাক জাতীয় দলে না খেললেও ২৩ অক্টোবর ভুবেন্বশরে মোহনবাগানের বিপক্ষে মোরসালিনের খেলা অনেকটা নিশ্চিত।

সর্বশেষ খবর