শিরোনাম
মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কিংস অ্যারিনায় মুখোমুখি বাংলাদেশ-মালদ্বীপ

ক্রীড়া প্রতিবেদক

কিংস অ্যারিনায় মুখোমুখি বাংলাদেশ-মালদ্বীপ

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগের লড়াইয়ে আজ বসুন্ধরা কিংস অ্যারিনায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-মালদ্বীপ। প্রথম লেগে মালদ্বীপের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। আজ জিতলেই দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারিনায় আগেই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-আফগানিস্তান দুটি প্রীতি ম্যাচ খেলেছে এ মাঠে। এএফসি কাপেও অভিষিক্ত হয়েছে এ মাঠ। এবার ফিফার তালিকাতেও নাম উঠছে কিংস অ্যারিনার। প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বসুন্ধরা কিংসের এ হোম ভেন্যু।

মালদ্বীপের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফুটবল উপহার দিচ্ছে বাংলাদেশ। গত জুনে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে পরাজিত করেন জামাল ভূঁইয়ারা। এরপর মালদ্বীপের মাঠে গিয়ে ড্র করে এসেছেন। এবার কিংস অ্যারিনায় জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কাবরেরা বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে আমরা ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে নামব।’ দীর্ঘ সময় পর আমরা মালদ্বীপের মাঠে ড্র করেছি। এটা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আমরা ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে মাঠে নামব। ম্যাচে ভালো কিছু করার অপেক্ষায় আছি।’ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আগামীকালের (আজ) ম্যাচটা জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচটাকে বলা যায় বাংলাদেশের জন্য বছরের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব।’ কিংস অ্যারিনার দর্শক দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে বিশ্বাস করেন কোচ কাবরেরা। তিনি বলেন, ‘কিংস অ্যারিনার মাঠ মালদ্বীপের চাইতে উন্নত। এখানে আমাদের খেলাটা আরও ভালো হবে। চেনা মাঠ এবং দর্শকরা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ এই মাঠে ফুটবলীয় লড়াইয়ে হাজার হাজার দর্শক এসে ফুটবলারদের সমর্থন দেন। মালদ্বীপকে হারাতে পারলেই গ্রুপপর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আরও ছয়টি ম্যাচ খেলতে পারবে বিশ্বকাপ বাছাইপর্বে। আই গ্রুপে অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।

 

সর্বশেষ খবর