বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় বার্সেলোনা একাডেমির ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা শুধু নিজ দলের সাফল্য নয়। তারা বিশ্বে ফুটবল উন্নয়নে কাজ করছে অনেক আগে থেকেই। তাদের একাডেমিতে ফুটবল শেখানো হয় নিজস্ব পদ্ধতিতে। যা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। বার্সেলোনার কোচরা সেই ‘বার্সা’ কৌশলে উঠতি ফুটবলারদের গড়ে তুলছেন। বিশ্বের অনেক দেশে তাদের কার্যক্রম চলছে। ৩৪টি দেশে তাদের একাডেমির সংখ্যা এখন ১০০ ছাড়িয়ে গেছে। সুসংবাদ হচ্ছে- এই ক্যাম্প বাংলাদেশেও চালু হবে।

২২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। শরৎকালীন এই ক্যাম্পে প্রশিক্ষণ দিতে ঢাকায় আসছেন বার্সা একাডেমির প্রধান কোচ গোর্কা পুজল ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোয়েল লিনাস। আইএসডির মাঠে সপ্তাহজুড়ে চলবে এ প্রশিক্ষণ ক্যাম্প। আইএসডি এবং দেশের অন্য স্কুলের আগ্রহী ছাত্ররা এরই মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছে। ছয় থেকে সাত বছর বয়সী শিক্ষার্থীরা ক্যাম্পে অংশ নেবে।

 

সর্বশেষ খবর