বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মালদ্বীপকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ উন্নতি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ বাছাই পর্বে গ্রুপ ম্যাচে খেলার সুযোগ পেয়েছে। বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত হোম ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে মালদ্বীপকে। অ্যাওয়ে ম্যাচ ১-১ ড্র ছিল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। মালদ্বীপকে হারানোয় ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে বাংলাদেশের। অক্টোবরে ফিফা তাদের র‌্যাঙ্কিং আপডেট করলে ছয় ধাপ এগিয়ে বাংলাদেশের জায়গা হবে ১৮৩তম স্থানে। ফিফা র‌্যাঙ্কিং ক্যালকুলেটার দিয়েছে এই হিসাব।

সেপ্টেম্বরের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১৮৯তম অবস্থানে আছে। মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৯১২.৬০ অর্থাৎ ১৮.৩৭ পয়েন্ট বাড়বে। যে কারণে ছয় ধাপ উন্নতি হবে বাংলাদেশ দলের। বাছাই মূল পর্বে জামাল ভূঁইয়াদের পেরোনো সম্ভব নয় নিশ্চিতই বলা যায়। বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলা অস্ট্রেলিয়া আছেই লেবানন ও ফিলিস্তিন যথেষ্ট শক্তিশালী। লাভ হয়েছে একটাই তিন দেশের সঙ্গে দুবার করে লড়বে। যা ফুটবলে উপকারে আসবে।

সর্বশেষ খবর