শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে মুশফিকের হাজার রান

ক্রীড়া প্রতিবেদক, পুণে থেকে

বিশ্বকাপে মুশফিকের হাজার রান

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক গড়েন সাকিব আল হাসান। ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপে ৬০৬ রান করার পথে বিশ্বের ১৯তম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক গড়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব। গতকাল সাকিবের পাশে নাম লেখেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রানের ঘরে নাম লেখালেন মুশফিক। পুণেতে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে ৪৬ বলে ১ চার ও ১ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলার পথে শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারাদের ক্লাবে নাম লেখেন মুশফিক। গতকাল খেলতে নামেন ৪ রান কম নিয়ে। ৩৩ ম্যাচের ৩২তম ইনিংসে এ রেকর্ডটি গড়েন উইকেটরক্ষক-ব্যাটার। মুশফিকের বিশ্বকাপে রান ৩৩ ম্যাচের ৩২ ইনিংসে ১ হাজার ৩৪। সেঞ্চুরি একটি ও হাফসেঞ্চুরি আটটি; যার দুটিই আবার চলতি বিশ্বকাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ ও নিউজিল্যান্ড ম্যাচে ৬৬ রান করেন। বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে। ২৬০ ম্যাচ ক্যারিয়ারের ২৪৩ ইনিংসে তার রান ৭ হাজার ৫৬৩। সেঞ্চুরি নয়টি ও হাফসেঞ্চুরি ৪৮টি। ৬ নম্বর পজিশনে ৬৪ ম্যাচের ৬৪ ইনিংসে এক সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরিতে রান করেছেন ১ হাজার ৯০৪। তবে সবচেয়ে বেশি সফল ৪ নম্বর পজিশনে। ১১৭ ম্যাচের ১১৭ ইনিংসে আট সেঞ্চুরি ও ২৯ হাফসেঞ্চুরিতে রান করেছেন ৪ হাজার ৩৬৭।

 

সর্বশেষ খবর