শিরোনাম
শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১৬ বছর পর সাকিব ছাড়া বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

১৬ বছর পর সাকিব ছাড়া বাংলাদেশ

২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের অভিষেক হয়। তার অভিষেক ম্যাচেই জয় পেয়ে আলোড়ন তোলে বাংলাদেশ। এরপর ১৬ বছর ধরে বাংলাদেশের বিশ্বকাপ দলে নির্ভরযোগ্য তারকা হয়ে আছেন সাকিব। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্বও দেন। ২০১৯ বিশ্বকাপে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। টানা বিশ্বকাপ খেলার পর গতকাল তিনি ছিলেন মাঠের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাংসপেশিতে চোট পান সাকিব। পুরোপুরি ফিট না থাকায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশে রাখা হয়নি তাকে। আগের বিশ্বকাপে সব ম্যাচ খেললেও বিগত পাঁচ বছরে বিভিন্ন কারণে অনুপস্থিত ছিলেন সাকিব। শেষ পাঁচ বছরে সাকিব ছাড়া ২৫ ওয়ানডে খেলেছে বাংলাদেশ; যেখানে ১২ জয়ের বিপরীতে হেরেছে ১৩টি। আর সাকিব খেলেছেন এমন ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৯ বার। জিতেছে ৩০ বার।

সর্বশেষ খবর