শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জামালদের সামনে সেরা ছয় ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে জাতীয় দলের সময়টা ভালোই যাচ্ছে। হতাশার বৃত্ত থেকে বের হয়ে এসে কিছুটা স্বস্তি দিচ্ছে। মালদ্বীপকে ঘরের মাঠে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছেন জামাল ভূঁইয়ারা। বসুন্ধরা কিংস অ্যারিনায় হারলেও দীর্ঘ সময়ে জাতীয় দলকে ম্যাচহীন অবস্থায় বসে থাকতে হতো। এখন ব্যস্ততার মধ্যে থাকবেন জাভিয়ের কাবরেরার শিষ্যরা। বাছাইপর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। শক্তির বিচারে বাংলাদেশের বাছাইপর্ব পেরোনো সম্ভব নয়। তারপরও বড় প্রাপ্তি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে। লেবানন আর ফিলিস্তিনও দারুণ শক্তিশালী দল। যেখানে হারলেই বিদায় সেখানে কিনা সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করবে। ফলাফল যা হোক বাংলাদেশ লাভবান হবে।

দুইবার করে লড়াই। কোচ কাবরেরা তার শিষ্যদের ভুলত্রুটি ভালোভাবে শোধরাতে পারবে। অস্ট্রেলিয়া পেয়ে কাবরেরা দারুণ খুশি। তিনি বলেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলছে। কাতারে নকআউট পর্ব খেলেছে। এমন দলের সঙ্গে খেলা দারুণ ব্যাপার। শেখার অনেক কিছু আছে। আগামী মাসেই বাছাইপর্ব শুরু হচ্ছে। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর লেবানন। কাবরেরার মতে, বাছাইপর্বে প্রতিটি ম্যাচই সেরা। বাংলাদেশের উপকারে আসবে।

কোচ কাবরেরা দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের পরিবর্তন এসেছে বলে অনেকে মনে করেন। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলেছে।

শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ ড্র করেছে। বাছাইপর্ব খেলে অবস্থানের আরও পরিবর্তন ঘটবে আশা করা যায়।

 

সর্বশেষ খবর