সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অপ্রতিরোধ্য ভারত

ক্রীড়া ডেস্ক

অপ্রতিরোধ্য ভারত

রবীন্দ্রকে আউট করার পর শামিকে ঘিরে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলছিল নিউজিল্যান্ড। টানা চার ম্যাচ জয় করেছে তারা। তবে ভারতের সামনে পড়তেই অসহায় হয়ে পড়লেন কিউই ব্যাটাররা। গতকাল ধর্মশালায় ভারতের বিপক্ষে খেলতে নেমে ৫০ ওভারে ২৭৩ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ১২ বল হাতে রেখে ২৭৪ রান করে ৪ উইকেটের জয় তুলে নেয় ভারত।

গতকাল টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়ে কিউইরা। মাত্র ১৯ রানেই ডেভন কনওয়ে ও উইল ইয়াঙের উইকেট হারায় তারা। তবে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের ১৫৯ রানের জুটিতে বড় সংগ্রহের আশা জাগায় দলটা। রবীন্দ্র ৭৫ (৬টি চার ও ১টি ছক্কা) ও ড্যারিল ১৩০ (৯টি চার ও ৫টি ছক্কা) রান করেন। এরপর অবশ্য আর কোনো কিউই ব্যাটার বড় স্কোর গড়তে পারেননি। নিউজিল্যান্ড ২৭৩ রানেই থামে। ভারতের পক্ষে ৫৪ রানে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। এ ছাড়া কুলদ্বীপ যাদব ২টি এবং বুমরাহ ও সিরাজ ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ভারতকে দারুণ সূচনা এনে দেন রোহিত শর্মা ও শুভমন গিল। রোহিত ৪৬ ও শুভমন ২৬ রান করেন। শ্রেয়াস আইয়ার ৩৩ রানে আউট হলেও বিরাট কোহলি এবং জাদেজা উইকেটে দাঁড়িয়ে যান। কোহলি ৯৫ রানে আউট হন। রবীন্দ্র জাদেজা ৩৯ রানে অপরাজিত থাকেন। কিউইদের পক্ষে ফার্গুসন দুটি উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন ৫ উইকেট শিকারি মোহাম্মদ সামি। এ জয়ে ভারত ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিউজিল্যান্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর