সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

প্রতিপক্ষ আফগানিস্তান তবু সতর্ক পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষ আফগানিস্তান তবু সতর্ক পাকিস্তান

চার ম্যাচের প্রথম দুটিতে জয়। এরপর আবার টানা দুই হারে পাকিস্তান সেমিফাইনাল খেলবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেননি বাবর আজমরা। আজ তাদের পঞ্চম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। চেন্নাইয়ে দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হবে। ওয়ানডে ক্রিকেটে দুই দেশ এ পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে। প্রতিবারই হেরেছে আফগানিস্তান। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছে পাকিস্তান। না করে উপায়ও নেই, আফগানিস্তান তো আর ফেলে দেওয়ার মতো দল না। যে দিন খেলে প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়ে। যেমনটি করেছিল ইংল্যান্ড। যে ইংরেজরা আগের ম্যাচে সাকিবদের দাঁড়াতেই দেয়নি। তাদের রশিদখানরা নাস্তানুবাদ করবে কেউ কি ভেবেছিল?

আজকের ম্যাচে চোখ বন্ধ করে পাকিস্তানকে ফেবারিট বলা যায়। তারপরও পাকিস্তান চাপে থাকবে। বিশেষ করে দলের সাবেক ক্রিকেটাররা বাবর আজমদের সমালোচনা করছেন তাতে মানসিক অবস্থা ভালো থাকে কীভাবে? রমিজ রাজা তো আজকের ম্যাচে আফগানিস্তানকে ফেবারিট বলেছেন। বলেছেন, উইকেট যদি স্পিন-সহায়ক হয় তাহলে বড় সমস্যায় পড়বে পাকিস্তান।

সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে পাকিস্তানকে আজ জিততেই হবে। এরপর তাদের সব বড় ম্যাচ। ছোট দলের কাছে হারা মানে তাদের পথ পিচ্ছিল হয়ে যাওয়া। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানও উজ্জীবিত। তারাও জেতার জন্য মরিয়া হয়ে লড়বে।

সর্বশেষ খবর