সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভিসা পেলেও কিংস যাবে কীভাবে

ক্রীড়া প্রতিবেদক

২৪ অক্টোবর ওড়িশা ভুবনেশ্বর স্টেডিয়ামে এএফসি কাপে মোহনবাগান ও বসুন্ধরা কিংসের ম্যাচ আগেই নির্ধারণ ছিল। এটি ডি গ্রুপের খেলা। প্রথমে সল্টলেক স্টেডিয়াম মোহনবাগানের হোম ভেন্যু থাকলেও দুর্গাপূজার নিরাপত্তার কারণে তা পরিবর্তন করা হয়। ভারতের ভিসা পাওয়া ইদানীং কঠিন হয়ে যাওয়ায় সেই আগস্ট মাসে ভিসার জন্য আবেদন করে রেখেছিল কিংস ম্যানেজমেন্ট। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী- অতিথি দলকে খেলার অন্তত দুই দিন আগে পৌঁছাতে হবে। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা লাগেজ গুছিয়ে রেখেছিল শনিবার যাবে বলে। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি। আগস্টে প্রক্রিয়া শুরু করলেও এত দিনে ভিসা না পাওয়াটা বিস্ময়করও বটে। কবে ভিসা পাবে এ নিয়ে ভারতের দূতাবাস স্পষ্ট করে কিছু বলছিল না। একই দিনে আবার একই ভেন্যুতে ওড়িশা এএফসির ম্যাচ মালদ্বীপ মাজিয়ার বিপক্ষে। অবাক কান্ড মালদ্বীপের দলটি অনেক আগে ভিসা পেলেও ভোগান্তির শিকার হচ্ছিল টিম কিংস।

বসুন্ধরা কিংস শনিবার বিষয়টি জানিয়ে এএফসির কাছে চিঠি পাঠায়। যাক গতকাল অবশেষে ভিসা মিলছে কিংসের। রাত ৭টা ৫০ মিনিটে ভিসা দেওয়া হয়। কিংস চেষ্টা করেছিল গত রাতেই ফ্লাইট ধরতে। কিন্তু কোনো এয়ারলাইনসই এত টিকিটের ব্যবস্থা করতে পারেনি। কিংস এমন সমস্যার কথা জানিয়ে ফের চিঠি দিয়েছে এএফসিকে। সেখানে উল্লেখ করা হয়েছে- অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি টিকিটের ব্যবস্থা করতে পারে তবেই তারা আগামীকাল মোহনবাগানের বিপক্ষে খেলতে পারবে। এ ছাড়া কোনো পথ নেই। এক্ষেত্রে দোষ তো আর কিংসের নয়। সেটিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ২০১৫ সালে এএফসির একটি সিদ্ধান্ত তারা তুলে ধরেছে। পারসিপুরার বিপক্ষে পোহাং এএফসিকে ইন্দোনেশিয়া ভিসা না দেওয়ায় পারসিপুরাকে ০-৩ গোলে হার মেনে নিতে হয়েছিল। কিংস খেলতে না পারলে এএফসি যেন তেমনি সিদ্ধান্ত নেয় তা তারা আশা করছে।

সর্বশেষ খবর