মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফুটবলের নবজাগরণে কাজ করছে হামিদ স্পোর্টস একাডেমি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ফুটবলে নবজাগরণে কাজ করছে কেরানীগঞ্জের হামিদ স্পোর্টস একাডেমি। এ একাডেমিতে দক্ষ কোচিং স্টাফের তত্ত্বাবধানে গড়ে উঠছে এক ঝাঁক তরুণ ফুটবলার। খেলার মাঠের সংকট দূর করার জন্যও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে কেরানীগঞ্জে ১৩টি মাঠ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। এ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল টুর্নামেন্টও। নসরুল হামিদ কিশোর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে হামিদ স্পোর্টস একাডেমি। ১৪টি দল এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে। মোট ২৮০ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। হামিদ স্পোর্টস একাডেমির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হমিদ। তিনি বলেন, ‘খেলাধুলায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তারুণ্যের বিকাশ যেভাবে সম্ভব সেটা আর অন্য কোনোভাবে সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এ প্ল্যাটফর্মটা আমাদেরই  রেখে যেতে হবে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতে এবং ফুটবলকে ভালোবাসতেন। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফুটবলকে ছড়িয়ে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা নতুন নতুন মাঠ তৈরি করছি।  সেখানে আমাদের ট্রেনাররা ফুটবলারদের ট্রেনিং দেবে। ফুটবল বাঙালি জাতির প্রাণের খেলা। আমাদের সে ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে। আশা করি আমাদের কেরানীগঞ্জ থেকে জাতীয় দলে ভালো ভালো ফুটবলার উঠে আসবে।’

সেদিনের প্রত্যাশায় আমরা যাত্রা শুরু করেছি।’ খেলাধুলায় সার্বিক উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে কেরানীগঞ্জকেও অন্তর্ভুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে হামিদ স্পোর্টস একাডেমি।

সর্বশেষ খবর