মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চলে গেলেন বিষেণ বেদি

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিষেণ বেদি না-ফেরার দেশে চলে গেলেন। গতকাল ৭৭ বছর বয়সে কিংবদন্তি বাঁ-হাতি এই স্পিনার পরলোকগমন করেন। তাঁকে ভারতীয় স্পিন বোলিংয়ে সর্দার বলা হতো। লেগ স্পিনার ভাগ ওয়াথ চন্দ্রশেখর, ইরাপালি প্রসন্ন ও বেদিকে সত্তর দশকে স্পিনে সেরা ত্রিরত্ন বলা হতো। বেদি প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার ৫৬০ উইকেট নিয়েছেন। ১৯৬৭ সালে ভারতের জাতীয় দলে তাঁর অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়ানডে ক্রিকেটে মাত্র ৭ উইকেট নিলেও ভারতের প্রথম ওয়ানডে জয়ের নায়ক ছিলেন তিনি। টেস্টে ২৬৬টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ১৪ বার ৫টি করে উইকেট পান। এ ছাড়া ২২ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন এই স্পিনার। বেদির মৃত্যুতে ভারতীয় ক্রীড়াঙ্গনে শোকের ছাড়ায় নেমে এসেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর