বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নতুন মৌসুমে নতুন আসর কিংস অ্যারিনায়

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে নতুন আসর কিংস অ্যারিনায়

পেশাদার লিগে বসুন্ধরা কিংস অ্যারিনাকে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ২০২১-২২ মৌসুমে। দুই বছরও পার হয়নি। অথচ এরই মধ্যে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেয়ে গেছে কিংস অ্যারিনা। ফিফাস্বীকৃত প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে। এএফসি কাপের ম্যাচও হচ্ছে কিংসের হোম ভেন্যু হিসেবে। সামনে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনকে নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বাছাই পর্বের গ্রুপের যে ম্যাচ হবে, তাও কিংস অ্যারিনাতেই হওয়ার সম্ভাবনা বেশি। কিংস অ্যারিনা দক্ষিণ এশিয়ার একমাত্র ভেন্যু, যেখানে জাতীয় দলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সামনে আরও ব্যস্ততা বাড়বে।

এখন শুধু পেশাদার ফুটবলে কিংসের হোম ভেন্যু নয়, ঘরোয়া ফুটবলে আরেক আসর স্বাধীনতা কাপও অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ অক্টোবর চার গ্রুপে বিভক্ত হয়ে ১৩টি ক্লাব নিয়ে আসরের চূড়ান্ত পর্ব শুরু হবে। এখানে শুধু বসুন্ধরা কিংস নয়, অন্য দলেরও খেলা হবে। অন্য দুটি ভেন্যু গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি ও মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম। সুতরাং কিংস অ্যারিনায় ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি।

বসুন্ধরা গ্রুপ অনুমতি দেওয়ায় কিংস অ্যারিনায় স্বাধীনতা কাপ হবে। ফুটবলের বৃহত্তর স্বার্থে বসুন্ধরা সবকিছু করতে প্রস্তুত এবং তার প্রমাণও মিলছে। কিন্তু এই স্বাধীনতা কাপ ঘিরে বাফুফের লিগ কমিটি কিংসের সঙ্গে যে আচরণ করেছিল তা কি ভোলার মতো? কমলাপুরের টার্ফ ঝুঁকি থাকায় শুধু কিংস নয়, অনেক ক্লাবের খেলোয়াড় ইনজুরির শিকার হন। তপু বর্মণ তো সেই মৌসুমে লিগ খেলতে পারেননি। ব্রাজিয়ান ফুটবলার জনাথন ফার্নান্দেজও আহত হন। কিংস লিগ কমিটিকে লিখিত অনুরোধ করেছিল ফেডারেশন কাপ যেন অনুপযোগী ভেন্যুতে না হয়। লিগ কমিটি তা কর্ণপাত করেনি। কিংস ফেডারেশন কাপে অংশ নেয়নি। এ কারণে প্রস্তুত থাকার পরও কিংসের হোম ভেন্যু হিসেবে স্বীকৃতি দিচ্ছিল না। তাই ঘরের মাঠ থাকার পরও লিগের প্রথম ম্যাচ টঙ্গীতে অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত অবশ্য হোম ম্যাচ কিংস অ্যারিনায় খেলে চ্যাম্পিয়নরা।

যে কিংস অ্যারিনা নিয়ে লিগ কমিটি বৈষম্যমূলক আচরণ করে, সেই স্বাধীনতা কাপ হচ্ছে, এটা কি কিংসের সাংগঠনিক বিজয় নয়? স্বাধীনতা কাপ কেন আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পেয়ে গেছে। সত্যি বলতে কি, ফুটবলে এখন ভরসার নাম কিংস অ্যারিনা।

সর্বশেষ খবর