শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

লঙ্কাকাণ্ডে লজ্জায় ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

লঙ্কাকাণ্ডে লজ্জায় ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের শুরুটাই হয়েছিল পরাজয় দিয়ে। গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা রীতিমতো বিধ্বস্ত হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়ে ইংলিশরা আত্মবিশ্বাস ফিরেও পেয়েছিল। এরপর টানা তিন ম্যাচে ধরাশায়ী। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পাত্তাই পেল না ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। লঙ্কাকাণ্ডে লজ্জায় পড়ে গেল ইংল্যান্ড।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। আসরের প্রথম তিন ম্যাচে হারলেও শেষ দুই ম্যাচে জিতে পয়েন্ট তালিকার ৫ নম্বরে উঠে গেছে লঙ্কানরা।

গতকাল টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানেই। সর্বোচ্চ ৪৩ রান এসেছে বেন স্টোকসের ব্যাট থেকে। ইংলিশদের শুরুটা খুব একটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে আসে ৪৫ রান। এরপরই একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে। লঙ্কান বোলারদের ক্যারিশমায় ৩৩.২ ওভারেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা ৩৫ রানে নেন তিন উইকেট। ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন কাসুন রজিথা। দুই উইকেট শিকার করেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও।

ইংল্যান্ডের হতাশার দিনে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন বেন স্টোকস

১৫৭ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৯ রানেই দুই উইকেট হারিয়ে বিপদের গন্ধ পেয়েছিল লঙ্কানরাও। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে পাথুম নিসাঙ্কা এবং সাদিরা সামারাবিক্রমা ১৩৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। নিসাঙ্কা করেছেন অপরাজিত ৭৭ রান এবং সামারাবিক্রমা করেছেন নটআউট ৬৫ রান।

অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন পেসার লাহিরু কুমারা।

এই জয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখল ৯৬-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ইংল্যান্ডের বিদায়ঘণ্টা প্রায় বেজেই গেল।

সর্বশেষ খবর