শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

৪০ মিনিট বোলিং করেছেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে

কাঁধের ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ড ম্যাচে। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের আগের দিন অনুশীলনে কাঁধে ব্যথা পেয়েছিলেন তাসকিন আহমেদ। তারপরও টিম ম্যানেজমেন্ট তাকে নিউজিল্যান্ড ম্যাচে খেলান। কিন্তু পূর্ণ গতিতে বোলিং করতে পারেনি। পুণেতে স্বাগতিক ভারত ম্যাচে খেলেননি ডান হাতি এ ফাস্ট বোলার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন অনুশীলনে রানিং করেন। বোলিংও করেন। তবে বোলিং করেছিলেন শ্যাডো। বল হাতে দৌড়ে ক্রিজের সামনে এসে থেমে যান। তখনো তার কাঁধে ব্যথা ছিল। আগামীকাল নেদারল্যান্ডস ম্যাচ। নিউজিল্যান্ড ম্যাচের পর মাঠের বাইরে থাকায় ব্যথাটা কমে যায় তাসকিনের। গতকাল তিনি বোলিং করেন টাইগারের ঐচ্ছিক অনুশীলনে। প্রায় ৪০ মিনিট বোলিং করেছেন থেমে থেমে। বোলিং করেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তামিম তানজিদকে। গতকাল তিনিই স্কোয়াডের একমাত্র পেসার হিসেবে অনুশীলন করেছেন। বাকি চার পেসার-মুস্তাফিজুর রহমান, তানজিদ সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম বিশ্রাম করেছেন। সাকিব ব্যক্তিগত ছুটি নিয়ে ঢাকায় কাটিয়ে গতকাল ফিরেছেন। দলের সঙ্গে যোগ দিয়েছেন সন্ধ্যায়। ব্যাটারদের মধ্যে অনুশীলন করেননি সাকিব ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। তবে কোচিং স্টাফরা এসেছিলেন মাঠে। সবাই ব্যস্ত ছিলেন আট ক্রিকেটার নিয়ে।

সর্বশেষ খবর