শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ড্র দিয়ে শুরু শেখ রাসেলের

ক্রীড়া প্রতিবেদক

গত বছর স্বাধীনতা কাপে দারুণ খেলে শেখ রাসেল ক্রীড়া চক্র। গ্রুপ পর্বে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এরপর চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি। ফাইনালে বসুন্ধরা কিংসের সঙ্গেও দারুণ লড়াই করে। ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ম্যাচটি হেরে যায় তারা। নতুন মৌসুমে শক্তিশালী দল গড়েছে শেখ রাসেল। তবে তারা মৌসুমের শুরুটা করল ড্র দিয়ে। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় স্বাধীনতা কাপে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি শেখ রাসেল। রহমতগঞ্জের বিপক্ষে বারবার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এদিকে গোপালগঞ্জে বি গ্রুপের অন্য খেলায় বাংলাদেশ বিমান বাহিনীকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। মুন্সীগঞ্জে এ গ্রুপের খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা কিংস সভাপতি ও বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। আজ বসুন্ধরা কিংস অ্যারিনায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস-বাংলাদেশ নেভি এবং মোহামেডান-বাংলাদেশ আর্মি মুখোমুখি হবে।

সর্বশেষ খবর