শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৪৬.৪ ওভারে ২৭০ রান করে অলআউট হয়। জবাবে ৪৭.২ ওভারে ৯ উইকেটে ২৭১ রান করে জয় তুলে নেয় প্রোটিয়ারা। এ জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় ২-এ নেমে গেছে ভারত। পাকিস্তান ৪ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। গতকালের হারে সেমিফাইনাল খেলার আশা প্রায় শেষ হয়ে গেল পাকিস্তানের। গতকাল প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান খুব একটা সুবিধা করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সৌদ শাকিল। এ ছাড়া অধিনায়ক বাবর আজম ৫০ ও শাদাব খান ৪৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে তাবরিজ শামসি ৪টি, মারকো জানসেন ৩টি, জেরাল্ড কোটজি ২টি ও এনগিডি ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাও বেশ বিপদে পড়ে। শাহিন আফ্রিদি ৩টি এবং রউফ, ওয়াসিম ও উসামা ২টি করে উইকেট শিকার করে পাকিস্তানি সমর্থকদের মনে আশা জাগিয়েছিলেন। তবে মার্করামের ৯১ রানের ইনিংসের পর শেষ দিকে টেল এন্ডারদের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হন প্রোটিয়া বোলার তাবরিজ শামসি।

সর্বশেষ খবর