রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নতুন জার্সিতে জয়ে শুরু কিংসের

ক্রীড়া প্রতিবেদক

নতুন জার্সিতে জয়ে শুরু কিংসের

বসুন্ধরা কিংস অ্যারিনা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হওয়ার পর পেশাদার লিগে একটি ড্র ছাড়া জিতেছে সব ম্যাচই। ফেডারেশন কাপ এমনকি এএফসি কাপেও একটি করে জয় রয়েছে তাদের। এবার কিংস অ্যারিনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা কাপ। গতকালই নতুন মৌসুমে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপে বর্তমান চ্যাম্পিয়নও তারা। ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী এফসির বিপক্ষে। ম্যাচের দুই মিনিটেই গোলের উদযাপন করে চ্যাম্পিয়নরা। মিগেল ফিগেইরা গোলটি করেন। শেষ পর্যন্ত ব্যবধান আর বাড়েনি। নতুন মৌসুমে ঘরের মাঠে নতুন আসরে জয় এলো নতুন জার্সিতে। বসুন্ধরা কিংসের জার্সিতে যোগ হয়েছে নতুন স্পন্সর ‘পকেট’। ডিজিটাল পেমেন্ট সেবার জন্য ই-ওয়ালেট ‘পকেট’ নিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস। দেশ ও দেশের বাইরে প্রচারণায় ফুটবলে দেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংসকে বেছে নিয়েছে তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে গতকালের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন শেখ মোরসালিন। বসুন্ধরা কিংস জয়ে নতুন মৌসুম শুরু করলেও হোঁচট খেয়েছে স্বাধীনতা কাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। কিংস অ্যারিনাতেই অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

ম্যাচের ৯ মিনিটে ইমতিয়াজ রায়হানের গোলে এগিয়ে যায় সেনাবাহিনী। ১০ মিনিটেই মোহামেডানের পক্ষে সমতা ফেরান আরিফ। রঞ্জুর গোলে ফের সেনাবাহিনী এগিয়ে গেলেও মোহামেডানের হার ঠেকান জাফর ইকবাল। বদলি হিসেবে নেমে ৬৭ মিনিটে তিনি গোলটি করেন।

সর্বশেষ খবর