সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের বাজে পারফরম্যান্সে বিস্মিত হার্শা ভোগলে

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বাজে পারফরম্যান্সে বিস্মিত হার্শা ভোগলে

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জেতার পর বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ টানা পাঁচ ম্যাচই হেরেছে। বিশেষ করে ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের কাছে হারার পর সাকিবদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এমন ব্যর্থতায় জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষকরাও বিস্ময় প্রকাশ করেছেন। ভারতীয় বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে এমন পারফরম্যান্সে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কখনো আমার মনে হয়নি। তবে লড়াই করবে সেই ধারণা ছিল। বিশ্বকাপে এ কোন বাংলাদেশকে দেখছি। টানা পাঁচ ম্যাচে তাদের পারফরম্যান্স দেখে প্রশ্ন ওঠে- সাকিবরা বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করছে কি না। আমি তাদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলছি।

হার্শা বলেন, যারা ক্রিকেট বোঝে তারা অবশ্যই বলবেন, দলের ভিতর দ্বন্দ্ব আছে বলেই একের পর এক ম্যাচ হারছে। বিশ্বকাপ শুরুর আগেই তামিমকে বাদ দেওয়ায় নানা সন্দেহ তৈরি হয়েছে। ধরলাম তামিমের পারফরম্যান্স আগের মতো নেই। এজন্য বিশ্বকাপ স্কোয়াডে তার সুযোগ হয়নি। কিন্তু এখন যারা টপ অর্ডারে খেলছেন তারা কি দলকে কিছু দিতে পারছেন? আমি বলব, এর চেয়ে বরং তামিম খেললে বাংলাদেশের অবস্থা এতটা নাজুক হতো না। এটা আমার ব্যক্তিগত অভিমত। ক্রিকেটে বাংলাদেশের কম প্রশংসা করিনি আমি। সেই দুর্দান্ত দল যদি আসল জায়গায় এভাবে অসহায় আত্মসমর্পণ করে তাহলে কথা না বলে কি পারা যায়। মাশরাফি নেই, তামিমও আউট। তাই আমার প্রশ্ন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ দলে না থাকলে বাংলাদেশের প্রকৃত ক্রিকেট দলকে খুঁজে পাওয়া যাবে কি?

 

 

সর্বশেষ খবর