সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মেসির হাতে উঠবে অষ্টম ব্যালন ডি’অর!

ক্রীড়া প্রতিবেদক

মেসির হাতে উঠবে অষ্টম ব্যালন ডি’অর!

লিওনেল মেসির ঝুলিতে ফুটবলের সেরা সেরা ট্রফির সবই আছে। কোনো কোনোটা একাধিক। যেমন ব্যালন ডি’অর। ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির নাম ব্যালন ডি’অর। ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ ১৯৫৬ সালে এ পুরস্কার দেওয়া শুরু করে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ব্যালন ডি’অর ট্রফিতে আগেও সাতবার চুমু খেয়েছেন। অষ্টমবারের মতো কি এই ট্রফি হাতে নিতে পারবেন মেসি!

আজ ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যালন ডি’অর ট্রফি তুলে দেবে বিজয়ীর হাতে। লিওনেল মেসি গত নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ জয় করেছেন। গোল করে আর গোল করিয়ে বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছেন তিনি। এরপর থেকেই তার হাতে ব্যালন ডি’অরের অষ্টম ট্রফি দেখছেন প্রায় সবাই। তবে এবার তার সঙ্গে লড়াইয়ে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে মেসি ৪২টি গোল করেছেন। ২৬টি গোলে এসিস্ট করেছেন। জয় করেছেন বিশ্বকাপ। এ ছাড়া ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ফ্রান্সের চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্যদিকে আরলিং হলান্ড ৫৬টি গোল করেছেন। ৯টি গোলে এসিস্ট করেছেন। জয় করেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। ম্যানসিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পে গত মৌসুমে ৫৫টি গোলের পাশাপাশি ১৪টি গোলে এসিস্ট করেছেন। জয় করেছেন লিগ ওয়ান।

লিওনেল মেসির বিশ্বকাপের সামনে অন্যদের সবকিছুই ম্লান হয়ে যাচ্ছে এ বছর।

 

সর্বশেষ খবর