সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শ্রীলঙ্কা-আফগানিস্তান মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা-আফগানিস্তান মুখোমুখি

চূড়ান্ত না হলেও বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে কারা খেলবে তা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে। কাগজে-কলমে যাদের এখনো সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে শ্রীলঙ্কা ও আফগানিস্তান অন্যতম। পাঁচ ম্যাচে দুই দলেরই পয়েন্ট চার। রানরেটে লঙ্কানরা পাঁচ ও আফগানিস্তান সাতে রয়েছে। আজ পুণেতে দুই দল মুখোমুখি হচ্ছে। মূলত এই লড়াইকে বলা যায় দুই দলের এগিয়ে যাওয়ার লড়াই। জিতলে সেমির আশাটা কাগজে-কলমে টিকে থাকবে। বাস্তবে বাকি সব ম্যাচ জিতলেও সেমি ফাইনাল অসম্ভবই বলা যায়। রানরেটে দুই দল শীর্ষে থাকা চার দলের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

শ্রীলঙ্কা বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে। সুতরাং তারা যদি বড় দলকে হারায় তাহলে অঘটন বলা যাবে না। আফগানিস্তানের জয়টাই বড় অঘটন হবে। আফগানিস্তান জয় পেয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। আজ জিতলে এক আসরে তিন চ্যাম্পিয়নকে হারানোর গৌরব অর্জন করবে আফগানরা। বাকি থাকবে নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ।

 

সর্বশেষ খবর