সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপেই নির্ধারণ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আট দল

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ রাউন্ড চলছে। এই টুর্নামেন্ট থেকেই নির্ধারণ করা হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কোন আট দেশ। স্বাগতিক হওয়ায় পাকিস্তান অটোমেটিক খেলবে। তাদের সঙ্গে যোগ হবে বিশ্বকাপের সেরা সাত দল। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে আইসিসির একজন শীর্ষ কর্মকর্তা জানান। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পদ্ধতি ২০২১ সালে অনুমোদন করেছিল আইসিসি। এমন সিদ্ধান্তে বাংলাদেশসহ কয়েকটি দেশ হতবাক। অর্থাৎ এবার বিশ্বকাপে ৮, ৯ ও ১০-এ থাকা দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হচ্ছে না। এমন ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে পাঁচ হারে সাকিবরা পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে। বাকি রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। সুতরাং না থাকার শঙ্কা থেকে যাচ্ছে। আইসিসির এমন সিদ্ধান্তে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। তাদের বোর্ড বলছে, এই নিয়ম কখন ঠিক করা হয়েছে তা তাদের জানা নেই। ইংল্যান্ডেরও সুযোগ না পাওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সর্বশেষ খবর