মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

এক বিশ্বকাপে তিন চ্যাম্পিয়নকে হারাল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

এক বিশ্বকাপে তিন চ্যাম্পিয়নকে হারাল আফগানিস্তান

এবার বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের স্বপ্নযাত্রা চলছেই। দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তানকে আগেই হারিয়েছিল। গতকাল হারাল আরেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। এক আসরে তিন বিশ্বকাপজয়ী দলকে হারানোটা আফগানিস্তানের নতুন এক ইতিহাস। গত দুই বিশ্বকাপে আফগানদের মাত্র একটি জয় ছিল। এবার চমকের পর চমক দেখাচ্ছে। এ জয়ে আফগানিস্তানের সেমিফাইনালের আশা ভালোভাবে টিকে থাকল। পঞ্চম স্থানে থাকায় ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা তাদের উজ্জ্বলই বলা যায়।

গতকাল পুণেতে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায়। আগে ব্যাটিং করে আফগানিস্তানকে ২৪২ রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতে রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারালেও লক্ষ্যটা সহজেই তাড়া করেছে আফগানরা। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের ৩৯ রানের ইনিংসের সঙ্গে রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি ও ওমরজাইয়ের তিন ফিফটি আফগানিস্তানকে তৃতীয় জয়ে বড় ভূমিকা রাখে। ৭৪ বলে ৬২ রানে আউট হন রহমত। এরপর হাশমত ও ওমরজাইয়ের ১১১ রানের জুটি শ্রীলঙ্কাকে কাঁদিয়ে ছাড়ে। ওমরজাই ৬৩ বলে ৭৩ ও ৭৪ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন হাশমত। ৪৫.২ ওভারে হাতে ৭ উইকেট রেখে জিতে যায় আফগানিস্তান।

সর্বশেষ খবর