বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল সৌদি আরবে

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া মহাদেশে প্রথম বিশ্বকাপ ফুটবল হয় ২০০২ সালে। জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজকের দায়িত্ব পালন করে। ২০২২ সালে কাতার এককভাবে বিশ্বকাপের আয়োজন করে। এর পর থেকে প্রতিবেশী দেশ সৌদি আরব উঠে পড়ে লাগে। ২০২৬ সালের বিশ্বকাপের ভেন্যু আগেই নির্ধারিত ছিল। ধারণা করা হচ্ছিল আয়োজক হতে ২০৩০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেতে সৌদি আরব বিড করবে। কিন্তু আবেদনই করেনি মধ্যপ্রাচ্যের দেশটি। ২০৩৪ সালের জন্য বিড করে তারা। অস্ট্রেলিয়াও ছিল দাবিদার। শেষ পর্যন্ত দেশটি নাম প্রত্যাহার করে নেওয়ার পর সৌদি আরবের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিভিন্ন দেশের সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য আমরা বিডে অংশ নিচ্ছি না। এদিকে ২০৩০ সালের বিশ্বকাপের স্বত্ব পেয়েছে পর্তুগাল, স্পেন ও মরক্কো।

সর্বশেষ খবর