বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভয়ংকর ভারতের সামনে ‘দুর্বল’ শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

ভারত ১৯৮৭, ১৯৯৬, ২০১১ সালে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করে। এবারই এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। এর মধ্যে ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৮৭ ও ১৯৯৬ সালে সেমিফাইনাল খেলেই আউট। ১৯৮৩ সালে ভারত প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডের মাটিতে। এবার ঘরের মাঠে পুনরায় চ্যাম্পিয়ন হতে চায়। সে সামর্থ্য যে আছে টানা ছয় ম্যাচ জয়ে তার প্রমাণ মেলে। ভারতই একমাত্র দল যারা এখনো অপরাজিত রয়েছে। আজ রোহিত শর্মারা মুম্বাইয়ের মাঠে নিজেদের সপ্তম ম্যাচ খেলবেন। প্রতিপক্ষ ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ভারত দুরন্ত গতিতে ছুটছে। তিনবার ফাইনাল খেলা শ্রীলঙ্কার অবস্থান নাজুকই বলা যায়। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে পরাজিত করেছে। বিশ্বকাপে সেমিফাইনাল তো সম্ভবই না, এমনকি সেরা ৭-এ থেকে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কি না সংশয় রয়েছে। এশিয়া কাপে রানার্সআপ হওয়ায় শ্রীলঙ্কাকে ঘিরে আশা ছিল। কিন্তু বিশ্বকাপে তাদের অসহায় চেহারা ফুটে উঠেছে। এ পারফরম্যান্সে ভারতকে হারাতে পারলে তা হবে অঘটন।

সর্বশেষ খবর