শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সান্ত্বনার জয় মিলবে কি

বাংলাদেশ ক্রিকেট দলের কোনো অনুশীলন ছিল না গতকাল। বিশ্রাম ছিল। আজ থেকে টানা তিন দিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। হোটেল লা মেরিডিয়ানে বিশ্রামে কাটালেও দুপুরের খাবার খেতে বাইরে গিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান, তানজিদ সাকিব, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজরা। বাইরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে হোটেলে দেখা হয় টাইগার অধিনায়কের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সাকিব অভিনন্দন জানান পুতুলকে এবং পরে ছবি তোলেন। অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদও উৎসাহ দেন টাইগার অধিনায়ককে। তবে ক্রিকেটাররা হোটেলের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ছবি না তুলতে অনুরোধ করেন। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর দিন সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লি আসেন সাকিবরা। পারিবারিক কারণে কলকাতা থেকে ঢাকায় ফিরে যান ডান হাতি ওপেনার লিটন দাস। স্ত্রী সন্তানসম্ভবা বলে টিম ম্যানেজমেন্ট থেকে ছুটি নেন। আজ দলের সঙ্গে যোগ দেবেন এবং অনুশীলন করবেন ডান হাতি ওপেনার। এর আগে ব্যক্তিগত কারণে টিম ম্যানেজমেন্ট থেকে দুই দিন ছুটি নিয়ে দেশে গিয়েছিলেন সাকিব।

বিশ্বকাপ বর্ণ হারাচ্ছে, এমন নয়। বরং দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে। জমে উঠেছে সেমিফাইনালে ওঠার লড়াই। দক্ষিণ আফ্রিকা ও ভারত প্রায় নিশ্চিত। বাকি দুটির লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশের ক্রিকেটাররা হারতে হারতে বাক্সবন্দি হয়ে পড়েছেন। খোলসবন্দি হয়ে আত্মবিশ্বাসহীন হয়ে পড়েছেন। চলনে বলনে মাঠে পরিষ্কার হয়ে ফুটে উঠছেন ম্যাচগুলোয়। পাওয়ার প্লেতে রান করা ভুলে গেছেন ক্রিকেটাররা। বোলাররা লাইন লেন্থ হারিয়ে ফেলেছেন। আফগানিস্তান ছাড়া আর কোনো দলের ওপরই প্রভাব বিস্তার করতে পারেননি সাকিব, লিটন, তাসকিন, মুস্তাফিজরা। সাত ম্যাচে টানা ছয় হারে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালের রেস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এখন আনুষ্ঠানিকতার ম্যাচ খেলবে। তবে ৬ নভেম্বর দিল্লিতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দুটি মহাগুরুত্বপূর্ণ। দুটি ম্যাচ জিতলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবেন সাকিবরা। হেরে গেলে দর্শক হয়ে থাকতে হবে। ম্যাচ দুটি মহাগুরুত্বপূর্ণ সাকিবদের জন্য। ম্যাচ দুটি খেলতে মুখিয়ে আছে সাকিব বাহিনী। খোলস থেকে বেরিয়ে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে চাইছেন ক্রিকেটাররা। টানা হারে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ। রিল্যাক্স মুডে ক্রিকেটাররা। গতকাল বেশ প্রাণচাঞ্চল্য ছিল ক্রিকেটারদের মাঝে। আফগানিস্তান ম্যাচের পর গোটা দল হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে। টানা ছয় ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ছন্নছাড়া মনে হয়েছে। একমাত্র ভারত ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে ওপেনাররা বড় কোনো জুটি গড়তে পারেননি। পুণেতে ৯৩ রানের জুটি গড়েছিলেন। ওই ম্যাচে ১০ ওভারের পাওয়ার প্লেতে ৬০ রান করেছিলেন তানজিদ-লিটন জুটি। এবারের বিশ্বকাপে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে ১০ ওভারের পাওয়ার প্লেতে রান করতে। সাত ম্যাচে ৭০ ওভারে রান করেছে ৪.৫৮ গড়ে ৩২১ রান। অথচ অস্ট্রেলিয়ার রান ছয় ম্যাচে ৬০ ওভারে ৭.০৫ স্ট্রাইক রেটে ৪২৩।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর